আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০৮৩
জিহাদে নিয়্যত বিশুদ্ধকরণের প্রতি উৎসাহ দান ও যারা জিহাদ করে পুণ্য, গনীমত ও প্রশংসা কামনা করে এবং যে মুজাহিদ যুদ্ধ করে গনীমত লাভ করে না, তাদের ফযীলত প্রসঙ্গে
২০৮৩. হযরত মুয়ায ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যুদ্ধ দুই প্রকার। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জিহাদ করে। ইমামের অনুসরণ করে, বদান্যতার হাত প্রসারিত রাখে, সাথীদের সহযোগিতা করে, ঝগড়া-ফাসাদ থেকে বেঁচে থাকে, তার নিদ্রা ও জাগরণ সওয়াবে পরিণত হবে। আর যে ব্যক্তি গৌরব ও খ্যাতির জন্য জিহাদ করে এবং ইমামের অবাধ্যাচরণ করে ও পৃথিবীর পৃষ্ঠে বিশৃংখলা সৃষ্টি করে, সে আমল নিয়েই ফিরতে পারবে না।
(হাদীসটি আবু দাউদ ও অন্যান্যরা বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي إخلاص النِّيَّة فِي الْجِهَاد وَمَا جَاءَ فِيمَن يُرِيد الْأجر وَالْغنيمَة وَالذكر وَفضل الْغُزَاة إِذا لم يغنموا
2083- وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْغَزْو غَزوَان فَأَما من ابْتغى وَجه الله وأطاع الإِمَام وَأنْفق الْكَرِيمَة وياسر الشَّرِيك واجتنب الْفساد فَإِن نَومه وتنبهه أجر كُله وَأما من غزا فخرا ورياء وَسُمْعَة وَعصى الإِمَام وأفسد فِي الأَرْض فَإِنَّهُ لن يرجع بالكفاف

رَوَاهُ أَبُو دَاوُد وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০৮৩ | মুসলিম বাংলা