আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০৭৫
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৭৫. হযরত সাহল ইবন সা'দ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। দু'টি সময়ে আসমানের দরজা খুলে দেয়া হয় এবং কোন দু'আকারীর দু'আ তখন খুব কমই প্রত্যাখ্যান করা হয়। (১) বান্দা যখন আযানের সময় দু'আ করে এবং (২) সারিবদ্ধভাবে জিহাদে দাঁড়ানোর সময় যে দু'আ করে। অন্য বর্ণনায় বলা হয়েছে: দু'টি জিনিস প্রত্যাখ্যান করা হয় নাঃ (১) আযানের সময় দু'আ এবং (২) যখন তুমুল যুদ্ধ আরম্ভ হয়ে যায়, সেই সময়ের দু'আ।
(আবু দাউদ ও ইব্‌ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।
ইবন হিব্বানের অন্য বর্ণনায় রয়েছে, দু'টি সময় এমন যে, তখন কেউ দু'আ করলে তা প্রত্যাখ্যান করা হয় নাঃ (১) যখন সালাত কায়েম হয় এবং (২) যখন জিহাদের সারি বিন্যস্ত হয়।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2075- وَعَن سهل بن سعد رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ساعتان تفتح فيهمَا أَبْوَاب السَّمَاء وقلما ترد على دَاع دَعوته عِنْد حُضُور النداء والصف فِي سَبِيل الله وَفِي لفظ ثِنْتَانِ لَا تردان أَو قَالَ مَا تردان الدُّعَاء عِنْد النداء وَعند الْبَأْس حِين يلحم بعض بَعْضًا

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه

وَفِي رِوَايَة لِابْنِ حبَان ساعتان لَا ترد على دَاع دَعوته حِين تُقَام الصَّلَاة وَفِي الصَّفّ فِي سَبِيل الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০৭৫ | মুসলিম বাংলা