আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০৭৩
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৭৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আঘাতপ্রাপ্ত হবে, কিয়ামতের দিন সে ব্যক্তি আঘাতসহ উত্থিত হবে। তার আঘাত থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে, এর রং হবে রক্ত বর্ণের আর গন্ধ হবে মিশকের মত। অন্য এক বর্ণনায় রয়েছে: আল্লাহর রাস্তায় আহত ব্যক্তিগণের আঘাত কিয়ামতের দিন আঘাত প্রাপ্তির দিনের মতই তাজা রক্ত প্রবহমান অবস্থায় উপস্থিত হবে। এর রং হবে রক্ত বর্ণের, গন্ধ হবে মিশকের মত।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। মালিক, তিরমিযী এবং নাসাঈও অনুরূপ বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2073- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من مكلوم يكلم فِي سَبِيل الله إِلَّا جَاءَ يَوْم الْقِيَامَة وَكَلمه يدمى اللَّوْن لون دم وَالرِّيح ريح مسك

وَفِي رِوَايَة كل كلم يكلم فِي سَبِيل الله يكون يَوْم الْقِيَامَة كهيئتها يَوْم طعنت تفجر دَمًا اللَّوْن لون دم وَالْعرْف عرف مسك

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَرَوَاهُ مَالك وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ بِنَحْوِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০৭৩ | মুসলিম বাংলা