আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০৭১
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৭১. হযরত মুয়ায ইবন জাবাল (রা) সূত্রে নবী করীম থেকে বর্ণিত। রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে মুসলমান ব্যক্তি উটনী দোহানকারীর দুধ দোহানের দু'টানের মধ্যবর্তী সময় পরিমাণ আল্লাহর রাস্তায় জিহাদ করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে আহত হয়, অথবা সামান্য আঘাত পায়, কিয়ামতের দিন তার আঘাত আরো গুরুতর অবস্থায় উপস্থিত হবে। তার বর্ণ হবে জাফরানের মত আর গন্ধ হবে মিশক তুল্য।
(হাদীসটি আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-সহীহ। এর প্রথমাংশ ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থেও বর্ণিত হয়েছে।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2071- وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَاتل فِي سَبِيل الله من رجل مُسلم فوَاق نَاقَة وَجَبت لَهُ الْجنَّة وَمن جرح جرحا فِي سَبِيل الله أَو نكب نكبة فَإِنَّهَا تَجِيء يَوْم الْقِيَامَة كأغزر مَا كَانَت لَوْنهَا لون الزَّعْفَرَان وريحها ريح الْمسك

رَوَاهُ أَبُو
دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح وصدره فِي صَحِيح ابْن حبَان
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০৭১ | মুসলিম বাংলা