আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৩৩
আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপকরণ ও তীরন্দাজী প্রশিক্ষণের উৎসাহ দান এবং যে এটির প্রতি আকাঙ্ক্ষা থেকে শিক্ষা গ্রহণের পর পরিত্যাগ করে তার প্রতি ভীতিপ্রদর্শন প্রসঙ্গে
২০৩৩. হযরত মুহাম্মদ ইব্ন হানাফিয়া থেকে বর্ণিত, তিনি বলেন: হযরত আবু আমর আনসারী (রা)-কে আমি দেখেছি, যিনি বদর, ওহুদ ও বায়আতে আকাবায় উপস্থিত ছিলেন। তিনি রোযাদার ও তৃষ্ণায় কাতর ছিলেন। তিনি তখন তাঁর গোলামকে বললেন, পোড়ার মুখ! আমাকে ঢাল দে দেখি। গোলাম তাঁকে ঢাল দিল। তিনি খুব আস্তে করে একটি তীর হাতে তুলে নিলেন এবং একে একে তিনটি তীর নিক্ষেপ করলেন। তারপর বললেন: আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি, তিনি বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি তীর নিক্ষেপ করল, তা লক্ষ্যভেদ করুক বা ভেঙ্গে যাক, সেটি কিয়ামতের দিন তার জন্য একটি উজ্জ্বল জ্যোতিতে পরিণত হবে। তারপর ঐদিন সূর্যাস্তের পূর্বেই তাঁকে শহীদ করা হয়।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন।)
الترغيب في الرمي في سبيل الله وتعلمه والترهيب من تركه بعد تعلمه رغبة عنه
2033- وَرُوِيَ عَن مُحَمَّد ابْن حنفية قَالَ رَأَيْت أَبَا عَمْرو الْأنْصَارِيّ رَضِي الله عَنهُ وَكَانَ بَدْرِيًّا عقبيا أحديا وَهُوَ صَائِم يتلوى من الْعَطش وَهُوَ يَقُول لغلامه وَيحك ترسني فترسه الْغُلَام حَتَّى نزع بِسَهْم نزعا ضَعِيفا حَتَّى رمى بِثَلَاثَة أسْهم ثمَّ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من رمى بِسَهْم فِي سَبِيل الله قصر أَو بلغ كَانَ لَهُ نورا يَوْم الْقِيَامَة فَقتل قبل غرُوب الشَّمْس رَضِي الله عَنهُ
رَوَاهُ الطَّبَرَانِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ
