আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০১১
আল্লাহর পথে একটি সকাল ও একটি বিকাল যাপনের প্রতি উৎসাহ দান, জিহাদে পদব্রজে চলা, ধূলিবালি লাগানো ও এতে ভয়ভীতি বরদাস্ত করার ফযীলত প্রসঙ্গ
২০১১. হযরত উম্মে মালিক বাহযিয়্যা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একটি বিপর্যয়ের কথা উল্লেখ করে বলেন যে, এটি খুবই নিকটবর্তী। হযরত উম্মে মালিক (রা) বলেন, আমি জিজ্ঞেস করলাম; ইয়া রাসুলাল্লাহ। সে সময়কার কোন মানুষটি সর্বোত্তম হবে? তিনি বললেন: ঐ ব্যক্তি সর্বোত্তম হবে, যে পশু চারণ করে ও এর হক আদায় করে এবং আল্লাহর ইবাদত করে। আর ঐ ব্যক্তি উত্তম যে তার ঘোড়ার বাগ ধরে বেরিয়ে পড়ে এবং নিজে ভীত হয় এবং শত্রুদেরকেও ভীত-সন্ত্রস্ত করে তোলে।
(হাদীসটি তিরমিযী জনৈক ব্যক্তি সূত্রে এবং তিনি তাউস সূত্রে এবং তাউস উম্মে মালিক সূত্রে বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি গরীব। এ হাদীসটি পূর্বেও বর্ণিত হয়েছে।)
التَّرْغِيب فِي الغدوة فِي سَبِيل الله والروحة وَمَا جَاءَ فِي فضل الْمَشْي وَالْغُبَار فِي سَبِيل الله وَالْخَوْف فِيهِ
2011- وَعَن أم مَالك البهزية رَضِي الله عَنْهَا قَالَت ذكر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فتْنَة فقربها
قَالَت قلت يَا رَسُول الله من خير النَّاس فِيهَا قَالَ رجل فِي مَاشِيَة يُؤَدِّي حَقّهَا ويعبد ربه وَرجل أَخذ بِرَأْس فرسه يخيف الْعَدو ويخيفونه

رَوَاهُ التِّرْمِذِيّ عَن رجل عَن طَاوس عَن أم مَالك وَقَالَ حَدِيث غَرِيب وَتقدم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০১১ | মুসলিম বাংলা