আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০০৪
আল্লাহর পথে একটি সকাল ও একটি বিকাল যাপনের প্রতি উৎসাহ দান, জিহাদে পদব্রজে চলা, ধূলিবালি লাগানো ও এতে ভয়ভীতি বরদাস্ত করার ফযীলত প্রসঙ্গ
২০০৪. হযরত আবুদ-দারদা (রা) থেকে মারফু সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ কোন ব্যক্তির পেটে আল্লাহর পথের ধূলিবালি আর জাহান্নামের ধোঁয়া একত্রিত করেন না। যে ব্যক্তি আল্লাহর পথে নিজ পদদ্বয় ধূলি ধূসরিত করে, আল্লাহ কিয়ামতের দিন সে ব্যক্তি থেকে দোযখের আগুন দ্রুতগামী ঘোড়ার গতি অনুযায়ী এক হাজার বছর দূরে সরিয়ে নেন। যে ব্যক্তি আল্লাহর পথে একটি আঘাত পেয়েছে, আল্লাহ্ তাকে শাহাদাতের সীল মোহর লাগিয়ে দেন, কিয়ামতের দিন তার জন্য একটি উজ্জ্বল আলো হবে, যার রং হবে জাফরানের মতে এবং সুবাস হবে মিশকের মত। এরদ্বারা পূর্বাপর সকল মানুষ তাকে চিনতে পারবে। মানুষ বলতে থাকবে, অমুক ব্যক্তিকে শহীদের সীল মোহর লাগিয়ে দেয়া হয়েছে। আর যে ব্যক্তি উট দোহনকারীর দু'টানের মধ্যবর্তী সময় পরিমাণ সময়ও আল্লাহর পথে জিহাদ করবে, তার জন্য জান্নাত অবধারিত।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন, তাঁর বর্ণিত সনদ নির্ভরযোগ্য। কিন্তু খালিদ ইব্‌ন দুরায়ক আবুদ-দারদা (রা)-এর সাক্ষাত লাভ করেননি।)
التَّرْغِيب فِي الغدوة فِي سَبِيل الله والروحة وَمَا جَاءَ فِي فضل الْمَشْي وَالْغُبَار فِي سَبِيل الله وَالْخَوْف فِيهِ
2004- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ يرفع الحَدِيث إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يجمع الله عز وَجل فِي جَوف عبد غبارا فِي سَبِيل الله ودخان جَهَنَّم وَمن اغبرت قدماه فِي سَبِيل الله باعد الله مِنْهُ النَّار يَوْم الْقِيَامَة مسيرَة ألف عَام للراكب
المستعجل وَمن جرح جِرَاحَة فِي سَبِيل الله ختم لَهُ بِخَاتم الشُّهَدَاء لَهُ نور يَوْم الْقِيَامَة لَوْنهَا مثل لون الزَّعْفَرَان وريحها مثل ريح الْمسك يعرفهُ بهَا الْأَولونَ وَالْآخرُونَ يَقُولُونَ فلَان عَلَيْهِ طَابع الشُّهَدَاء وَمن قَاتل فِي سَبِيل الله فوَاق نَاقَة وَجَبت لَهُ الْجنَّة

رَوَاهُ أَحْمد ورواة إِسْنَاده ثِقَات إِلَّا أَن خَالِد بن دريك لم يدْرك أَبَا الدَّرْدَاء

হাদীসের ব্যাখ্যা:

জিহাদের ফযীলত সম্পর্কে বলা হয়েছে যে, আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে শরীরে যে ধুলো লাগে, সে ধুলো ও জাহান্নামের ধোঁয়া কখনও একত্রিত হবে না। অর্থাৎ মুজাহিদ ব্যক্তিকে কখনও জাহান্নামের আগুন তো স্পর্শ করবেই না, এমনকি জাহান্নামের ধোঁয়াও তার গায়ে লাগবে না। সে জাহান্নাম থেকে বহু দূরে থাকবে।

প্রকাশ থাকে যে, আল্লাহর পথে জিহাদ বলতে আল্লাহ তা'আলার সন্তুষ্টিলাভের উদ্দেশ্যে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লড়াই করাকে বোঝায়। এ লড়াই যেমন মুখের দ্বারা হতে পারে, কলমের দ্বারা হতে পারে, তেমনি হতে পারে সশস্ত্র সংগ্রাম। এর প্রত্যেকটির জন্যই সুনির্দিষ্ট নিয়ম-কানুন আছে। সে নিয়ম-কানুনের অধীনে সংগ্রাম করলেই তা মহান জিহাদ নামে অভিহিত হওয়ার উপযুক্ত হবে, অন্যথায় নয়।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. জাহান্নাম থেকে বাঁচার লক্ষ্যে আমরা আপন সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে জিহাদে রত থাকব, এমনকি সশস্ত্র সংগ্রামের জন্যও প্রস্তুত থাকব। এবং যখনই সে অবকাশ আসে, যথাযথ নিয়ম-নীতি অনুসরণ করে তাতে ঝাঁপিয়ে পড়ব।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০০৪ | মুসলিম বাংলা