আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯৯০
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহর পথে একটি সকাল ও একটি বিকাল যাপনের প্রতি উৎসাহ দান, জিহাদে পদব্রজে চলা, ধূলিবালি লাগানো ও এতে ভয়ভীতি বরদাস্ত করার ফযীলত প্রসঙ্গ
১৯৯০. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহর পথে একটি সকাল বা একটি বিকাল পথ চলা দুনিয়া ও দুনিয়ার মধ্যবর্তী সব কিছুর চেয়েও উত্তম। তোমাদের ধনুকের মাথা পরিমাণ অথবা চাবুকের সমপরিমাণ জান্নাতের সামান্য স্থানও দুনিয়া ও দুনিয়ার মধ্যস্থিত সকল বস্তু থেকে উৎকৃষ্ট। জান্নাতবাসিনী একটি নারী (হুর) যদি দুনিয়াবাসীর প্রতি একটু উকি দিয়ে দেখে, তবে বিশ্বলোকের সব কিছু উজ্জ্বল হয়ে যাবে এবং সুগন্ধিতে সব কিছু ভরে দিবে। জান্নাতী হুর-এর মাথার উড়নাটিও দুনিয়া এবং দুনিয়ার তাবৎ সম্পদ থেকে উত্তম।
(হাদীসটি বুখারী-মুসলিম প্রমুখ বর্ণনা করেছেন।)
(হাদীসটি বুখারী-মুসলিম প্রমুখ বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الغدوة فِي سَبِيل الله والروحة وَمَا جَاءَ فِي فضل الْمَشْي وَالْغُبَار فِي سَبِيل الله وَالْخَوْف فِيهِ
1990- عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لغدوة فِي سَبِيل الله أَو رَوْحَة خير من الدُّنْيَا وَمَا فِيهَا وَلَقَاب قَوس أحدكُم من الْجنَّة أَو مَوضِع قيد يَعْنِي سَوْطه خير من الدُّنْيَا وَمَا فِيهَا وَلَو أَن امْرَأَة من أهل الْجنَّة اطَّلَعت إِلَى أهل الأَرْض لَأَضَاءَتْ مَا بَينهمَا وَلَمَلَأَتْهُ ريحًا وَلنَصِيفهَا على رَأسهَا خير من الدُّنْيَا وَمَا فِيهَا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا