আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯৮৭
অধ্যায়ঃ জিহাদ
মুজাহিদ ও সীমান্ত পাহারায় রত ব্যক্তিত্ব অধিক পরিমাণে নেক আমল তথা রোযা, নামায ও যিকির ইত্যাদি আদায়ের প্রতি উৎসাহ দান
১৯৮৭. হযরত সাহল ইবন মুয়ায থেকে তাঁর পিতা (রা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কুরআনের এক হাজার আয়াত পাঠ করল, আল্লাহ তার নাম আম্বিয়া, সিদ্দীকীন, শুহাদা* ও সালেহীনের তালিকাভুক্ত করে নিবেন।
(হাদীসটি হাকিম যুবান সূত্রে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটির সনদ বিশুদ্ধ।)
*শুহাদা আরবী শহীদ শব্দের বহুবচন। সাম্পাদক
(হাদীসটি হাকিম যুবান সূত্রে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটির সনদ বিশুদ্ধ।)
*শুহাদা আরবী শহীদ শব্দের বহুবচন। সাম্পাদক
كتاب الْجِهَاد
ترغيب الْغَازِي والمرابط فِي الْإِكْثَار من الْعَمَل الصَّالح من الصَّوْم وَالصَّلَاة وَالذكر وَنَحْو ذَلِك وَتقدم فِي بَاب النَّفَقَة فِي سَبِيل الله
1987- وَعَن سهل بن معَاذ عَن أَبِيه رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَرَأَ ألف آيَة فِي سَبِيل الله كتبه الله مَعَ النَّبِيين وَالصديقين وَالشُّهَدَاء وَالصَّالِحِينَ
رَوَاهُ الْحَاكِم من طَرِيق زبان عَنهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ الْحَاكِم من طَرِيق زبان عَنهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد