আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯২০
অধ্যায়ঃ জিহাদ
অধ্যায়: জিহাদ
মহান আল্লাহর পথে প্রতিরক্ষা কাজে সশস্ত্র প্রতীক্ষারত থাকার উৎসাহ দান প্রসঙ্গে
মহান আল্লাহর পথে প্রতিরক্ষা কাজে সশস্ত্র প্রতীক্ষারত থাকার উৎসাহ দান প্রসঙ্গে
১৯২০. হযরত উতবা ইবনুল মুনযির (রা) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের যুদ্ধের অবসান ঘটবে, তোমাদের হিম্মত বেড়ে যাবে এবং গনীমতের মালকে হালাল মনে করা হবে, তখন সীমান্তপ্রহরায় নিয়োজিত থাকাই তোমাদের সর্বোত্তম জিহাদ।
(হাদীসটি ইবন হিববান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। )
(হাদীসটি ইবন হিববান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। )
كتاب الْجِهَاد
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الرِّبَاط فِي سَبِيل الله عز وَجل
التَّرْغِيب فِي الرِّبَاط فِي سَبِيل الله عز وَجل
1920- وَعَن عتبَة بن الْمُنْذر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا انتاط غزوكم وَكَثُرت العزائم واستحلت الْغَنَائِم فَخير جهادكم الرِّبَاط
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه