আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮২১
অধ্যায়ঃ হজ্জ
যমযমের পানিপানের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৮২১. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যমযমের পানি হচ্ছে ক্ষুধা নিবারণকারী খাদ্য এবং রোগের উপশম।
(হাদীসটি বাযযার সহীহ সনদে বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي شرب مَاء زَمْزَم وَمَا جَاءَ فِي فَضله
1821- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم زَمْزَم طَعَام طعم وشفاء سقم
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد صَحِيح
قَوْله طَعَام طعم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৮২১ | মুসলিম বাংলা