আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮০৫
অধ্যায়ঃ হজ্জ
আরাফা ও মুযদালিফায় অবস্থান করার প্রতি উৎসাহ দান ও আরাফা দিবসের ফযীলত প্রসঙ্গ
১৮০৫. হযরত আবদুল্লাহ ইব্ন আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম ﷺ বলতেনঃ মহান আল্লাহ্ আরাফার দিন সন্ধ্যায় আপন ফিরিশতাদের সাথে আরাফায় অবস্থানকারীদেরকে নিয়ে গর্ব করেন। তিনি বলেন, তোমরা আমার বান্দাদেরকে দেখ, ওরা অবিন্যস্ত কেশ ও মলিন বদনে আমার নিকট এসে হাযির হয়েছে।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। তাবারানীও এটি 'কবীর' ও 'সগীর' নামক গ্রন্থে বর্ণনা করেন। আহমদের সনদটিতে কোন আপত্তি নেই।)
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। তাবারানীও এটি 'কবীর' ও 'সগীর' নামক গ্রন্থে বর্ণনা করেন। আহমদের সনদটিতে কোন আপত্তি নেই।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْوُقُوف بِعَرَفَة والمزدلفة وَفضل يَوْم عَرَفَة
1805- وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يَقُول إِن الله عز وَجل يباهي مَلَائكَته عَشِيَّة عَرَفَة بِأَهْل عَرَفَة فَيَقُول انْظُرُوا إِلَى عبَادي شعثا غبرا
وَرَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالصَّغِير وَإسْنَاد أَحْمد لَا بَأْس بِهِ
وَرَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالصَّغِير وَإسْنَاد أَحْمد لَا بَأْس بِهِ