আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৯৮
অধ্যায়ঃ হজ্জ
আরাফা ও মুযদালিফায় অবস্থান করার প্রতি উৎসাহ দান ও আরাফা দিবসের ফযীলত প্রসঙ্গ
১৭৯৮. হযরত তালহা ইব্‌ন উবায়দুল্লাহ ইব্‌ন কুরায়য (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: শয়তানকে আরাফার দিনের চেয়ে অধিক অপমানিত, অধিক হীন ও অধিক ক্রোধান্বিত আর কখনও দেখা যায়নি। আর এটা এজন্য যে, সে এদিন আল্লাহর রহমতের অবতরণ ও আল্লাহকে গুরুতর গুনাহসমূহ ক্ষমা করে দিতে দেখতে পায়। হ্যাঁ, তবে বদরের যুদ্ধের দিনও তাকে এমন দেখা গিয়েছিল। কেননা সে দেখেছিল যে, জিবরাঈল (আ) ফিরিশতাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাচ্ছেন।
(হাদীসটি মালিক ও বায়হাকী তালহা ও অন্যান্য সূত্রে বর্ণনা করেছেন। তবে এ হাদীসটি মুরসাল।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْوُقُوف بِعَرَفَة والمزدلفة وَفضل يَوْم عَرَفَة
1798- وَعَن طَلْحَة بن عبيد الله بن كريز رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا رئي الشَّيْطَان يَوْمًا هُوَ فِيهِ أَصْغَر وَلَا أَدْحَر وَلَا أَحْقَر وَلَا أَغيظ مِنْهُ فِي يَوْم عَرَفَة وَمَا ذَاك إِلَّا لما يرى فِيهِ من تنزل الرَّحْمَة وَتجَاوز الله عَن الذُّنُوب الْعِظَام إِلَّا مَا رأى يَوْم بدر فَإِنَّهُ رأى جِبْرَائِيل عَلَيْهِ السَّلَام يَزع الْمَلَائِكَة

رَوَاهُ مَالك وَالْبَيْهَقِيّ من طَرِيقه وَغَيرهمَا وَهُوَ مُرْسل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭৯৮ | মুসলিম বাংলা