আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৮২
অধ্যায়ঃ হজ্জ
তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৮২. হযরত আবদুল্লাহ্ ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হাজরে আসওয়াদ আসমান থেকে অবতরণ করে আসে। তাকে আবু কুবায়স পাহাড়ে রাখা হয়। এখন এটি শুভ্র স্ফটিকের মত ছিল। চল্লিশ বছর পর্যন্ত এটি এখানেই থাকে। তারপর এটি ইবরাহীম (আ)-এর ভিত্তির উপর স্থাপন করা হয়।
(হাদীসটি তাবারানী তাঁর 'কারীরে' মাওকুফ পদ্ধতিতে সহীহ সনদে বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1782- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ نزل الرُّكْن الْأسود من السَّمَاء فَوضع على أبي قبيس كَأَنَّهُ مهاة بَيْضَاء فَمَكثَ أَرْبَعِينَ سنة ثمَّ وضع على قَوَاعِد إِبْرَاهِيم

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير مَوْقُوفا بِإِسْنَاد صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান