আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৭৯
অধ্যায়ঃ হজ্জ
তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৭৯. তাবারানীও এ হাদীসটি তাঁর 'আওসাতে' ও 'কবীরে' হাসান সনদে বর্ণনা করেছেন। তাঁর শব্দমালা হল: হাজরে আসওয়াদ জান্নাতের পাথরসমূহের একটি। পৃথিবীতে এটি ছাড়া জান্নাতের আর কোন বস্তু নেই। এটি স্ফটিকের মত সাদা ছিল। জালিহিয়্যাতের অপবিত্রতা যদি তাকে স্পর্শ না করত, তবে কোন বিকলাঙ্গ ব্যক্তি তাকে স্পর্শ করলে সুস্থ হয়ে যেত।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1779- وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْكَبِير بِإِسْنَاد حسن وَلَفظه قَالَ الْحجر الْأسود من حِجَارَة الْجنَّة وَمَا فِي الأَرْض من الْجنَّة غَيره وَكَانَ أَبيض كالمها وَلَوْلَا مَا مَسّه من رِجْس الْجَاهِلِيَّة مَا مَسّه ذُو عاهة إِلَّا برأَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান