আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৭৫
অধ্যায়ঃ হজ্জ
তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৭৫. তাবারানী এ হাদীসটি নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেন। আল্লাহ হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে কিয়ামতের দিন উপস্থিত করবেন। তখন তাদের দু'টি চোখ দু'টি জিহবা এবং দু'টি ঠোঁট থাকবে। যারা নিষ্ঠার সাথে এগুলোকে স্পর্শ করেছিল, তাদের বেলায় এ দু'টি সাক্ষ্য প্রদান করবে।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1775- وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَلَفظه يبْعَث الله الْحجر الْأسود والركن الْيَمَانِيّ يَوْم الْقِيَامَة وَلَهُمَا عينان ولسانان وشفتان يَشْهَدَانِ لمن استلمهما بِالْوَفَاءِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান