আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৭৩
অধ্যায়ঃ হজ্জ
তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৭৩. হযরত আবদুল্লাহ্ ইবন আমর ইবনুল 'আস (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ যে ব্যক্তি উত্তমরূপে উযূ করল, তারপর হাজরে আসওয়াদ স্পর্শ করতে আসল, সে যেন রহমতের মধ্যে ঢুকে পড়ল। তারপর যে যখন হাজরে আসওয়াদ স্পর্শ করে এই দু'আ পাঠ করতে থাকে।
بِسْمِ اللَّهِ، وَاللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
তখন রহমত তাকে ঢেকে ফেলে। সে যখন বায়তুল্লাহর তওয়াফ শুরু করে, তখন আল্লাহ তার প্রতি কদমে। সত্তর হাজার করে নেকী লিখে দেন, সত্তর হাজার করে গুনাহ মিটিয়ে দেন এবং সত্তর হাজার করে দরজা। বুলন্দ করে দেন। আর তাকে নিজ পরিবারের সত্তরজন মানুষের জন্য সুপারিশ করার অধিকার দেয়া হয়। সে যখন মাকামে ইবরাহীমে এসে দু'রাকআত সালাত আদায় করে, তখন তাকে বনী ইসমাঈলের একজন দাস মুক্ত করার সমপরিমাণ পুণ্য দান করা হয় এবং সে সদ্য ভূমিষ্ট শিশুর ন্যায় গুনাহরাশি থেকে পবিত্র হয়ে যায়।
(হাদীসটি আবুল কাসিম ইস্পাহানী মাওকুফ পদ্ধতিতে বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1773 - وَرُوِيَ عَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا قَالَ من تَوَضَّأ فأسبغ الْوضُوء ثمَّ أَتَى الرُّكْن يستلمه خَاضَ فِي الرَّحْمَة فَإِذا استلمه فَقَالَ بِسم الله وَالله أكبر أشهد أَن لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ وَأشْهد أَن مُحَمَّدًا عَبده وَرَسُوله غمرته الرَّحْمَة فَإِذا طَاف بِالْبَيْتِ كتب الله لَهُ بِكُل قدم سبعين ألف حَسَنَة وَحط عَنهُ سبعين ألف سَيِّئَة وَرفع لَهُ سبعين ألف دَرَجَة وشفع فِي سبعين من أهل بَيته فَإِذا أَتَى مقَام إِبْرَاهِيم فصلى عِنْده رَكْعَتَيْنِ إِيمَانًا واحتسابا كتب الله لَهُ عتق رَقَبَة محررة من ولد إِسْمَاعِيل وَخرج من ذنُوبه كَيَوْم وَلدته أمه

رَوَاهُ أَبُو الْقَاسِم الْأَصْبَهَانِيّ مَوْقُوفا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭৭৩ | মুসলিম বাংলা