আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৭০
অধ্যায়ঃ হজ্জ
তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৭০. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি পঞ্চাশবার বায়তুল্লাহর তওয়াফ করল, সে তার গুনাহরাশি থেকে ঠিক তেমনি পবিত্র হয়ে গেল যেমন সে ঐ দিন ছিল যে দিন তার মা তাকে প্রসব করেছিল।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং একে গরীব বলে মন্তব্য করেছেন। তিরমিযী বলেন, আমি মুহাম্মদ অর্থাৎ ইমাম বুখারীকে এ হাদীসটির ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। তিনি তখন বললেন, এটি হযরত ইবন আব্বাস (রা)-এর নিজস্ব বক্তব্য হিসেবে বর্ণিত হয়ে থাকে।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1770- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من طَاف بِالْبَيْتِ خمسين مرّة خرج من ذنُوبه كَيَوْم وَلدته أمه

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب سَأَلت مُحَمَّدًا يَعْنِي البُخَارِيّ عَن هَذَا الحَدِيث فَقَالَ إِنَّمَا يرْوى عَن ابْن عَبَّاس من قَوْله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭৭০ | মুসলিম বাংলা