আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৪৭
অধ্যায়ঃ হজ্জ
আম্বিয়া (আ)-এর অনুকরণে হজ্জ পালনের সময় বিনয় ও দীনতা প্রদর্শন এবং মামুলী পোশাক পরিধানের প্রতি উৎসাহ দান
১৭৪৭. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আমি যেন মূসা ইবন ইমরান (আ)-কে এই উপত্যকায় দেখছি যে, তিনি কাত্ওয়ানের দু'টি চোগা দিয়ে ইহরাম পরে রয়েছেন।
(হাদীসটি আবূ ইয়ালা এবং তাবারানী তাঁর 'আসওয়াতে' উত্তম সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আবূ ইয়ালা এবং তাবারানী তাঁর 'আসওয়াতে' উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي التَّوَاضُع فِي الْحَج والتبذل وَلبس الدون من الثِّيَاب اقْتِدَاء بالأنبياء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام
1747- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَأَنِّي أنظر إِلَى مُوسَى بن عمرَان عَلَيْهِ السَّلَام فِي هَذَا الْوَادي محرما بَين قطوانيتين
رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن
رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن