আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৪৪
অধ্যায়ঃ হজ্জ
আম্বিয়া (আ)-এর অনুকরণে হজ্জ পালনের সময় বিনয় ও দীনতা প্রদর্শন এবং মামুলী পোশাক পরিধানের প্রতি উৎসাহ দান
১৭৪৪. হযরত ইব্ন আব্বাস (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন। হজ্জের সময় যখন রাসূলুল্লাহ ﷺ উসফান উপত্যকা দিয়ে অতিক্রম করলেন। তখন তিনি বললেন, হে আবু বকর। এটি কোন উপত্যকা? আবু বকর বললেন, উসফান উপত্যকা। তিনি বললেন আল্লাহর ঘরের হজ্জ করতে হূদ ও সালিহ (আ) যুবতী উষ্ট্রীর উপর চড়ে এ উপত্যকা অতিক্রম করেছেন, যার লাগামটি ছিল খেজুর বৃক্ষের আঁশে তৈরি। তাঁদের পরনে ছিল চোগা আর গায়ে ছিল চাদর।
(হাদীসটি আহমদ ও বায়হাকী বর্ণনা করেছেন। তাঁরা উভয়েই এটি যাম'আ ইবন সালিহ... সালামা ইবন ওয়াহরাম সূত্রে বর্ণনা করেন। অন্য হাদীসের সমর্থনে এ দুজনের হাদীস গ্রহণে কোন দোষ নেই। ইবন খুযায়মা প্রমুখ মুহাদ্দিসগণ তাঁদের বর্ণনা গ্রহণ করেছেন।)
(হাদীসটি আহমদ ও বায়হাকী বর্ণনা করেছেন। তাঁরা উভয়েই এটি যাম'আ ইবন সালিহ... সালামা ইবন ওয়াহরাম সূত্রে বর্ণনা করেন। অন্য হাদীসের সমর্থনে এ দুজনের হাদীস গ্রহণে কোন দোষ নেই। ইবন খুযায়মা প্রমুখ মুহাদ্দিসগণ তাঁদের বর্ণনা গ্রহণ করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي التَّوَاضُع فِي الْحَج والتبذل وَلبس الدون من الثِّيَاب اقْتِدَاء بالأنبياء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام
1744- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ لما مر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بوادي عسفان حِين حج
قَالَ يَا أَبَا بكر أَي وَاد هَذَا قَالَ وَادي عسفان
قَالَ لقد مر بِهِ هود وَصَالح على بكرات خطمها الليف أزرهم العباء وأرديتهم النمار يحجون الْبَيْت الْعَتِيق
رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا من رِوَايَة زَمعَة بن صَالح عَن سَلمَة بن وهرام وَلَا بَأْس بحديثهما فِي المتابعات وَقد احْتج بهما ابْن خُزَيْمَة وَغَيره
قَالَ يَا أَبَا بكر أَي وَاد هَذَا قَالَ وَادي عسفان
قَالَ لقد مر بِهِ هود وَصَالح على بكرات خطمها الليف أزرهم العباء وأرديتهم النمار يحجون الْبَيْت الْعَتِيق
رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا من رِوَايَة زَمعَة بن صَالح عَن سَلمَة بن وهرام وَلَا بَأْس بحديثهما فِي المتابعات وَقد احْتج بهما ابْن خُزَيْمَة وَغَيره