আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭০৯
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৭০৯. হযরত আবদুল্লাহ্ ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আল্লাহ যখন আদম (আ)-কে জান্নাত থেকে নীচে নামিয়ে দিলেন তখন বললেন, আমি তোমার সাথে একটি ঘর অথবা অবতরণস্থলও নামিয়ে দেব, যার চতুষ্পার্শ্বে এমনভাবে তওয়াফ করা হবে যেমন আমার আরশের চতুষ্পার্শ্বে তওয়াফ করা হয়ে থাকে, তার কাছে সালাত আদায় করা হবে যেমন আমার আরশের কাছে সালাত আদায় করা হয়ে থাকে। তারপর যখন মহা প্লাবন আসল, তখন এটি উঠিয়ে নেয়া হল। তখন নবী-রাসূলগণ এর হজ্জ করতেন, কিন্তু এর আসল অবস্থানটি তাঁরা জানতেন না। অতঃপর আল্লাহ ইবরাহীম (আ)-কে এর স্থানে নির্দেশ করে দিলেন। তিনি তখন পাঁচটি পাহাড় যথা: হেরা, সাবীর, লুবনান, তূর ও জাবালে খায়বর-এর অংশ দিয়ে এটি নির্মাণ করলেন। অতএব তোমরা যথাসম্ভব এরদ্বারা উপকৃত হও।
(হাদীসটি তাবারানী তার 'কবীর'-এ মাওকুফ পদ্ধতিতে বর্ণনা করেছেন। এর সনদের রাবীগণ সহীহ গ্রন্থসমূহের রাবীদের মতই নির্ভরযোগ্য।)
(হাদীসটি তাবারানী তার 'কবীর'-এ মাওকুফ পদ্ধতিতে বর্ণনা করেছেন। এর সনদের রাবীগণ সহীহ গ্রন্থসমূহের রাবীদের মতই নির্ভরযোগ্য।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1709- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ لما أهبط الله آدم عَلَيْهِ السَّلَام من الْجنَّة قَالَ إِنِّي مهبط مَعَك بَيْتا أَو منزلا يُطَاف حوله كَمَا يُطَاف حول عَرْشِي وَيصلى عِنْده كَمَا يصلى عِنْد عَرْشِي فَلَمَّا كَانَ زمن الطوفان رفع وَكَانَ الْأَنْبِيَاء يحجونه وَلَا يعلمُونَ مَكَانَهُ فبوأه لإِبْرَاهِيم عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَام فبناه من خَمْسَة أجبل حراء وثبير ولبنان وجبل الطّور وجبل الْخَيْر فتمتعوا مِنْهُ مَا اسْتَطَعْتُم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير مَوْقُوفا وَرِجَال إِسْنَاده رجال الصَّحِيح
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير مَوْقُوفا وَرِجَال إِسْنَاده رجال الصَّحِيح