আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭০৬
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৭০৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: হজ্জ পালনকারী ও উমরা পালনকারীগণ আল্লাহর মেহমান। তারা যদি আল্লাহর কাছে দু'আ করে, তিনি কবুল করবেন। আর যদি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, তিনি ক্ষমা করে দেবেন।
(হাদীসটি নাসাঈ, ইবন মাজাহ এবং ইবন খুযায়মা ও ইবন হিববান তাঁদের 'সহীহ' গ্রন্থদ্বয়ে বর্ণনা করেছেন। ইবন খুযায়মা ও ইবন হিব্বানের ভাষ্যটি হল এরূপ: আল্লাহর মেহমান হল তিনজন; হাজী, উমরা পালনকারী ও মুজাহিদ। অবশ্য ইব্‌ন খুযায়মা প্রথমে মুজাহিদের উল্লেখ করেছেন।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1706- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْحجَّاج والعمار وَفد الله إِن دَعوه أجابهم وَإِن استغفروه غفر لَهُم

رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَلَفْظهمَا قَالَ وَفد الله ثَلَاثَة الْحَاج والمعتمر والغازي
وَقدم ابْن خُزَيْمَة الْغَازِي
tahqiqতাহকীক:তাহকীক চলমান