আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭০৪
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৭০৪. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: হজ্জ পালনকারী ও উমরা আদায়কারীগণ আল্লাহর মেহমান। আল্লাহ্ তাদেরকে ডাক দিয়েছেন, তারা সাড়া দিয়েছে। তারা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ্ তাদেরকে দিয়েছেন।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সবাই নির্ভরযোগ্য।)
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সবাই নির্ভরযোগ্য।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1704- وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْحجَّاج والعمار وَفد الله دعاهم فَأَجَابُوهُ وسألوه فَأَعْطَاهُمْ
رَوَاهُ الْبَزَّار وَرُوَاته ثِقَات
رَوَاهُ الْبَزَّار وَرُوَاته ثِقَات