আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭০১
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৭০১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছি। যে ব্যক্তি আল্লাহর পবিত্র ঘর (কা'বা শরীফ)-এর উদ্দেশ্যে রওয়ানা হয় ও উটের উপর আরোহণ করে, তখন উটের প্রতিটি কদমে আল্লাহ্ একটি পুণ্য লিখে দেন, একটি গুনাহ মাফ করে দেন এবং একটি দরজা বুলন্দ করে দেন। অতঃপর সে যখন বায়তুল্লাহ শরীফে পৌঁছে এবং কা'বায় ও সাফা-মারওয়ার তওয়াফ করে, তারপর মাথা মুণ্ডন করে নেয় অথবা চুল ছোট করে ফেলে, তখন সে তার গুনাহ থেকে এভাবে বেরিয়ে আসে যেমন তার মা তাকে প্রসব করেছিল। অতএব আস, আমরা নূতনভাবে কাজ শুরু করি। তারপর আবু হুরায়রা (রা) পূর্ণ হাদীসটি বর্ণনা করলেন।
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন।)
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1701- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت أَبَا الْقَاسِم صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من جَاءَ يؤم الْبَيْت الْحَرَام فَركب بعيره فَمَا يرفع الْبَعِير خفا وَلَا يضع خفا إِلَّا كتب الله لَهُ بهَا حَسَنَة وَحط عَنهُ بهَا خَطِيئَة وَرفع لَهُ بهَا دَرَجَة حَتَّى إِذا انْتهى إِلَى الْبَيْت فَطَافَ وَطَاف بَين الصَّفَا والمروة ثمَّ حلق أَو قصر إِلَّا خرج من ذنُوبه كَيَوْم وَلدته أمه فَهَلُمَّ نستأنف الْعَمَل
فَذكر الحَدِيث
رَوَاهُ الْبَيْهَقِيّ
فَذكر الحَدِيث
رَوَاهُ الْبَيْهَقِيّ