আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৬৯৯
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৯৯. হযরত আবু মুসা (রা) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্ণিত। তিনি বলেছেন। একজন হাজী পরিবারের চারশত লোকের জন্য অথবা তিনি এরূপ বলেছেন : তার পরিবারের চারশ' লোকের জন্য সুপারিশ করবে এবং সে নিজে গুনাহ থেকে এভাবে বেরিয়ে আসবে, যেমন তার মা তাকে প্রসব করেছিল।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। এর সনদে এমন একজন রাবী রয়েছেন, যার নাম উল্লেখ করা হয়নি।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1699- وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ رَفعه إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْحَاج يشفع فِي
أَرْبَعمِائَة من أهل بَيت أَو قَالَ من أهل بَيته وَيخرج من ذنُوبه كَيَوْم وَلدته أمه

رَوَاهُ الْبَزَّار وَفِيه راو لم يسم
tahqiqতাহকীক:তাহকীক চলমান