আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১০. অধ্যায়ঃ ঈদ ও কুরবানী

হাদীস নং: ১৬৮১
অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
কোন জন্তুর নাক-কান কর্তনের ব্যাপারে সতর্কবাণী, যারা খাওয়া ছাড়া অন্য কোন উদ্দেশ্যে জীব-জন্তুকে হত্যা করে, তাদের প্রসঙ্গ এবং উত্তমভাবে প্রাণ হরণ ও যবেহের নির্দেশ প্রসঙ্গ
১৬৮১. ইবন সীরীন থেকে বর্ণিত যে হযরত উমর (রা) একবার জনৈক ব্যক্তিকে দেখলেন, সে একটি ছাগলকে যবেহ করার জন্য পা ধরে হেঁচড়িয়ে নিয়ে যাচ্ছে। হযরত উমর (রা) তাকে বললেন, তোমার সর্বনাশ হোক! একে মৃত্যুর দিকে সুন্দরভাবে টেনে নিয়ে যাও।
(হাদীসটি আবদুর রায্‌যাক তাঁর কিতাবে মাওকুফ সনদে বর্ণনা করেছেন।)
كتاب الْعِيدَيْنِ
الترهيب من المثلة بالحيوان ومن قتله لغير الأكل وما جاء في الأمر بتحسين القتلة والذبحة
1681- وَعَن ابْن سِيرِين أَن عمر رَضِي الله عَنهُ رأى رجلا يسحب شَاة برجلها ليذبحها فَقَالَ لَهُ وَيلك قدها إِلَى الْمَوْت قودا جميلا

رَوَاهُ عبد الرَّزَّاق فِي كِتَابه مَوْقُوفا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৬৮১ | মুসলিম বাংলা