আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১০. অধ্যায়ঃ ঈদ ও কুরবানী

হাদীস নং: ১৬৭৯
অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
কোন জন্তুর নাক-কান কর্তনের ব্যাপারে সতর্কবাণী, যারা খাওয়া ছাড়া অন্য কোন উদ্দেশ্যে জীব-জন্তুকে হত্যা করে, তাদের প্রসঙ্গ এবং উত্তমভাবে প্রাণ হরণ ও যবেহের নির্দেশ প্রসঙ্গ
১৬৭৯. উক্ত হযরত ইবন উমর (রা) থেকেই বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: কোন মানুষ যদি না-হক কোন চড়ুই পাখি অথবা এর চেয়ে উপরের কোন প্রাণীকে হত্যা করে, তবে মহান আল্লাহ্ এ সম্পর্কে অবশ্যই তাকে প্রশ্ন করবেন। প্রশ্ন করা হল, ইয়া রাসূলাল্লাহ! তার হক কি? তিনি বললেন, একে খাওয়ার জন্য যবেহ করবে, এর মাথা কেটে ফেলে দিবে- এ জন্যে নয়।
(হাদীসটি নাসাঈ ও হাকিম বর্ণনা করেছেন। হাকিম হাদীসটি সহীহ্ বলে মন্তব্য করেছেন।)
كتاب الْعِيدَيْنِ
الترهيب من المثلة بالحيوان ومن قتله لغير الأكل وما جاء في الأمر بتحسين القتلة والذبحة
1679 - وَعَن ابْن عمر أَيْضا رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من إِنْسَان يقتل عصفورا فَمَا فَوْقهَا بِغَيْر حَقّهَا إِلَّا يسْأَله الله عز وَجل عَنْهَا
قيل يَا رَسُول الله وَمَا حَقّهَا قَالَ أَن يذبحها فيأكلها وَلَا يقطع رَأسهَا وَيَرْمِي بهَا

رَوَاهُ النَّسَائِيّ وَالْحَاكِم وَصَححهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান