আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১০. অধ্যায়ঃ ঈদ ও কুরবানী

হাদীস নং: ১৬৭৫
অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
কুরবানীর প্রতি উৎসাহ দান এবং শক্তি-সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানী করে না, তার প্রসঙ্গে বর্ণিত হাদীসসমূহ আর যে ব্যক্তি কুরবানীর চামড়া বিক্রি করে ফেলে
১৬৭৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি তার কুরবানীর চামড়া বিক্রি করে ফেলল, তার কুরবানীই নেই।*
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং একে সহীহ বলেছেন।) (হাফিয বলেন:) এই হাদীসটির সনদে আবদুল্লাহ ইবন আয়্যাশ কাতবানী মিসরী নামে একজন বিতর্কিত রাবী রয়েছেন। এ হাদীসটি ছাড়া রাসুলুল্লাহ থেকে অন্য হাদীসেও কুরবানীর চামড়া বিক্রির নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে।)

*অর্থাৎ সে তার পূর্ণ ছওয়াব পাবে না।
كتاب الْعِيدَيْنِ
التَّرْغِيب فِي الْأُضْحِية وَمَا جَاءَ فِيمَن لم يضح مَعَ الْقُدْرَة وَمن بَاعَ جلد أضحيته
1675- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من بَاعَ جلد أضحيته فَلَا أضْحِية لَهُ

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ فِي إِسْنَاده عبد الله بن عَيَّاش الْقِتْبَانِي الْمصْرِيّ مُخْتَلف فِيهِ وَقد جَاءَ فِي غير مَا حَدِيث عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم النَّهْي عَن بيع جلد الْأُضْحِية
tahqiqতাহকীক:তাহকীক চলমান