আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১০. অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
হাদীস নং: ১৬৬৪
অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
দুই ঈদের রাতে ইবাদতের প্রতি উৎসাহ প্রদান
দুই ঈদের রাতে ইবাদতের প্রতি উৎসাহ প্রদান
১৬৬৪. হযরত উবাদা ইবনুস সামিত (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি ঈদুল ফিতর ও ঈদুল আযহার রাতে জাগরণ করে ইবাদত করবে, তার অন্তর ঐদিন মরবে না, যেদিন অন্যান্য অন্তরসমূহ মরে যাবে।
(হাদীসটি তাবারানী 'আওসাত' ও 'কবীর' নামক গ্রন্থে বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী 'আওসাত' ও 'কবীর' নামক গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب الْعِيدَيْنِ
كتاب الْعِيدَيْنِ وَالْأُضْحِيَّة
التَّرْغِيب فِي إحْيَاء لَيْلَتي الْعِيدَيْنِ
التَّرْغِيب فِي إحْيَاء لَيْلَتي الْعِيدَيْنِ
1664- وَرُوِيَ عَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أَحْيَا لَيْلَة الْفطر وَلَيْلَة الْأَضْحَى لم يمت قلبه يَوْم تَمُوت الْقُلُوب
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْكَبِير
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْكَبِير