আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৬৩৮
অধ্যায়ঃ রোযা
তাড়াতাড়ি ইফতার গ্রহণ ও দেরীতে সাহরী খাওয়ার প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৬৩৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: ইসলাম ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন মুসলমানগণ তাড়াতাড়ি ইফতার করবে। কেননা ইয়াহুদী ও নাসারাগণ ইফতারকে পিছিয়ে দেয়।
(হাদীসটি আবু দাউদ, ইবন মাজাহ এবং ইবন খুযায়মা ও ইবন হিব্বান তাঁদের 'সহীহ' গ্রন্থদ্বয়ে বর্ণনা করেছেন। ইবন মাজাহর শব্দসমূহ নিম্নরূপঃ মুসলমানগণ কল্যাণ পথে থাকবে………………।
(হাদীসটি আবু দাউদ, ইবন মাজাহ এবং ইবন খুযায়মা ও ইবন হিব্বান তাঁদের 'সহীহ' গ্রন্থদ্বয়ে বর্ণনা করেছেন। ইবন মাজাহর শব্দসমূহ নিম্নরূপঃ মুসলমানগণ কল্যাণ পথে থাকবে………………।
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي تَعْجِيل الْفطر وَتَأْخِير السّحُور
1638- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يزَال الدّين ظَاهرا مَا عجل النَّاس الْفطر لَان الْيَهُود وَالنَّصَارَى يؤخرون
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَعند ابْن مَاجَه لَا يزَال النَّاس بِخَير
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَعند ابْن مَاجَه لَا يزَال النَّاس بِخَير