আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬৩২
অধ্যায়ঃ রোযা
সাহরী খাওয়া, বিশেষত খুরমা দ্বারা সাহরী গ্রহণের প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৬৩২. হযরত সাইব ইবন ইয়াযীদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: খুরমা কত উৎকৃষ্ট সাহরী। তিনি আরও বলেছেন, আল্লাহ্ সাহরী গ্রহণকারীদের উপর রহমত বর্ষণ করুন।
(হাদীসটি তাবারানী 'কবীর' নামক গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي السّحُور سِيمَا بِالتَّمْرِ
1632- وَرُوِيَ عَن السَّائِب بن يزِيد رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نعم السّحُور التَّمْر
وَقَالَ يرحم الله المتسحرين

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
tahqiqতাহকীক:তাহকীক চলমান