আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৭১
প্রতি মাসে তিন দিন, বিশেষত আইয়ামে বীয-এর রোযার প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৫৭১. মুসলিমের অপর এক বর্ণনায় রয়েছে। আবদুল্লাহ (রা) বলেনঃ রাসুলুল্লাহ ﷺ বললেন, আমার কাছে সংবাদ এসেছে যে, তুমি সারা রাত নামায পড় ও প্রতিদিন রোযা রাখ? আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ। এরদ্বারা তো আমি কল্যাণেরই ইচ্ছা করেছি। রাসূলুল্লাহ ﷺ বললেন, যে ব্যক্তি সারা বছর রোযা রাখে, সে রোযাই রাখে নাই।
অপর বর্ণনায়ঃ যে চিরদিন রোযা রাখে, সে রোযাই রাখে নাই। তবে আমি তোমাকে সারা বছরের রোযার কথা বলে দিচ্ছি। প্রতি মাসে তিন দিন করে রোযা পালন। আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ। আমি এর চাইতে অধিক রাখতে সক্ষম।....... হাদীসের শেষ পর্যন্ত।
التَّرْغِيب فِي صَوْم شعْبَان وَمَا جَاءَ فِي صِيَام النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَهُ وَفضل لَيْلَة نصفه
1571- وَفِي أُخْرَى لمُسلم قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بَلغنِي أَنَّك تقوم اللَّيْل وتصوم النَّهَار قلت يَا رَسُول الله مَا أردْت بذلك إِلَّا الْخَيْر قَالَ لَا صَامَ من صَامَ الدَّهْر
وَفِي رِوَايَة الْأَبَد وَلَكِن أدلك على صَوْم الدَّهْر ثَلَاثَة أَيَّام من كل شهر
قلت يَا رَسُول الله أَنا أُطِيق أَكثر من ذَلِك
الحَدِيث
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫৭১ | মুসলিম বাংলা