আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৬০
প্রতি মাসে তিন দিন, বিশেষত আইয়ামে বীয-এর রোযার প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৫৬০. হযরত আবদুল্লাহ ইবনুল আমর (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ ﷺ -কে বলতে শুনেছি যে, নূহ (আ) ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন বাদে যারা বছর রোযা রাখতেন। দাউদ (আ) অর্ধকাল রোযা রাখতেন। আর ইবরাহীম (আ) প্রতি মাসে তিন দিন রোযা রাখতেন। তিনি সারা বছর রোযা রেখেছেন এবং সারা বছরই রোযা ছেড়েছেন।
(হাদীসটি তাবারানী 'কবীর' নামক গ্রন্থে বর্ণনা করেছেন। বায়হাকীও এটি বর্ণনা করেন। তাঁদের উভয়ের সনদেই আবু ফিরাস নামক একজন বর্ণনাকারী রয়েছেন, আমি যার নির্ভরযোগ্যতা-অনির্ভরযোগ্যতা সম্পর্কে অবগত নই। আমার ধারণায় তিনি কোন সুপরিচিত বর্ণনাকারী নন।)
(হাদীসটি তাবারানী 'কবীর' নামক গ্রন্থে বর্ণনা করেছেন। বায়হাকীও এটি বর্ণনা করেন। তাঁদের উভয়ের সনদেই আবু ফিরাস নামক একজন বর্ণনাকারী রয়েছেন, আমি যার নির্ভরযোগ্যতা-অনির্ভরযোগ্যতা সম্পর্কে অবগত নই। আমার ধারণায় তিনি কোন সুপরিচিত বর্ণনাকারী নন।)
التَّرْغِيب فِي صَوْم ثَلَاثَة أَيَّام من كل شهر سِيمَا الْأَيَّام الْبيض
1560- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول صَامَ نوح عَلَيْهِ السَّلَام الدَّهْر كُله إِلَّا يَوْم الْفطر والأضحى وَصَامَ دَاوُد عَلَيْهِ السَّلَام نصف الدَّهْر وَصَامَ إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام ثَلَاثَة أَيَّام من كل شهر صَامَ الدَّهْر وَأفْطر الدَّهْر
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَيْهَقِيّ وَفِي إسنادهما أَبُو فراس لم أَقف فِيهِ على جرح وَلَا تَعْدِيل وَلَا أرَاهُ يعرف وَالله أعلم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَيْهَقِيّ وَفِي إسنادهما أَبُو فراس لم أَقف فِيهِ على جرح وَلَا تَعْدِيل وَلَا أرَاهُ يعرف وَالله أعلم
