আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৫৩
শাবানের রোযার প্রতি উৎসাহ প্রদান, এ মাসে নবী করীম ﷺ -এর রোযা পালন ও মধ্য শাবানের রাত্রির ফযীলত প্রসঙ্গ
১৫৫৩. বায়হাকী হযরত আয়েশা (রা)-এর হাদীস থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আমার নিকট জিবরাঈল (আ) এসে বললেন, এটি হচ্ছে মধ্য শা'বানের রজনী। আল্লাহ্ এ রাতে বনু কালব গোত্রের ছাগলগুলোর পশমের সম-সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন। কিন্তু তিনি এ রাতেও মুশরিক, হিংসুক, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, পায়ের গিরার নীচে বস্ত্র পরিধানকারী, পিতামাতার অবাধ্য ও শরাব পানে অভ্যস্ত ব্যক্তিদের প্রতি কৃপা দৃষ্টি দেন না।
(তারপর বায়হাকী দীর্ঘ হাদীসটি বর্ণনা করেন। পূর্ণ হাদীসটি 'পারস্পরিক কথা বন্ধ রাখা' অধ্যায়ে সামনে আসবে ইনশা আল্লাহ।)
(তারপর বায়হাকী দীর্ঘ হাদীসটি বর্ণনা করেন। পূর্ণ হাদীসটি 'পারস্পরিক কথা বন্ধ রাখা' অধ্যায়ে সামনে আসবে ইনশা আল্লাহ।)
التَّرْغِيب فِي صَوْم شعْبَان وَمَا جَاءَ فِي صِيَام النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَهُ وَفضل لَيْلَة نصفه
1553- وروى الْبَيْهَقِيّ من حَدِيث عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَتَانِي جِبْرَائِيل عَلَيْهِ السَّلَام فَقَالَ هَذِه لَيْلَة النّصْف من شعْبَان وَللَّه فِيهَا عُتَقَاء من النَّار بِعَدَد شُعُور غنم كلب وَلَا ينظر الله فِيهَا إِلَى مُشْرك وَلَا إِلَى مُشَاحِن وَلَا إِلَى قَاطع رحم وَلَا إِلَى مُسبل وَلَا إِلَى عَاق لوَالِديهِ وَلَا إِلَى مدمن خمر
فَذكر الحَدِيث بِطُولِهِ وَيَأْتِي بِتَمَامِهِ فِي التهاجر إِن شَاءَ الله تَعَالَى
فَذكر الحَدِيث بِطُولِهِ وَيَأْتِي بِتَمَامِهِ فِي التهاجر إِن شَاءَ الله تَعَالَى
