আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫২৯
আরাফার বাইরে অবস্থানকারীদের জন্য আরাফার রোযার প্রতি উৎসাহ প্রদান এবং হজ্জের উদ্দেশ্যে আরাফায় অবস্থানরত ব্যক্তিদের জন্য এর নিষেধাজ্ঞা প্রসঙ্গ
১৫২৯. সাঈদ ইবন জুবায়র (র) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি হযরত আবদুল্লাহ ইবন উমর (রা)-কে আরাফার দিনের রোযা সম্পর্কে প্রশ্ন করেছিল, তিনি বলেছিলেন। আমরা রাসূলুল্লাহ ﷺ -এর আমলে এটিকে দু'বছরের রোযার সমান মনে করতাম।
(হাদীসটি তাবারানী 'আওসাত' নামক গ্রন্থে উত্তম সনদে বর্ণনা করেছেন। তবে নাসাঈর বর্ণনায় এখানে এক বছরের উল্লেখ করা হয়েছে।)
(হাদীসটি তাবারানী 'আওসাত' নামক গ্রন্থে উত্তম সনদে বর্ণনা করেছেন। তবে নাসাঈর বর্ণনায় এখানে এক বছরের উল্লেখ করা হয়েছে।)
التَّرْغِيب فِي صِيَام يَوْم عَرَفَة لمن لم يكن بهَا وَمَا جَاءَ فِي النَّهْي عَنْهَا لمن كَانَ بهَا حَاجا
1529- وَعَن سعيد بن جُبَير قَالَ سَأَلَ رجل عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا عَن صَوْم يَوْم عَرَفَة فَقَالَ كُنَّا وَنحن مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نعدله بِصَوْم سنتَيْن
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن وَهُوَ عِنْد النَّسَائِيّ بِلَفْظ سنة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن وَهُوَ عِنْد النَّسَائِيّ بِلَفْظ سنة
