আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৪৮৬
অধ্যায়ঃ রোযা
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৪৮৬. হাসান ইবন মালিক ইবনুল হুয়ায়রিস থেকে তাঁর পিতা ও পিতামহ (রা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ্ ﷺ মিম্বরে আরোহণ করলেন। তিনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, তখন বললেন, 'আমীন!' তারপর দ্বিতীয় সিঁড়িতে আরোহণ করলেন এবং বললেন, 'আমীন!' তারপর তৃতীয় সিঁড়িতে আরোহণ করলেন এবং বললেন, 'আমীন!'। পরে তিনি বললেন, জিবরাঈল (আ) আমার কাছে এসে বললেন, হে মুহাম্মদ! যে ব্যক্তি রমযান পেল, অথচ তার পাপমোচন হল না, আল্লাহ্ তাকে আপন রহমত থেকে দূর করুন। আমি বললাম, আমীন। জিবরাঈল বললেন, যে ব্যক্তি নিজের পিতামাতা অথবা তাদের কোন একজনকে পেল, অথচ সে জাহান্নামে প্রবেশ করল, আল্লাহ তাকে আপন রহমত থেকে দূর করুন। আমি বললাম, আমীন। তিনি আবার বললেন, যার নিকট আপনার নাম নেয়া হল অথচ সে দরূদ পাঠ করল না, আল্লাহ তাকে নিজ রহমত থেকে দূর করুন। আমি বললাম, আমীন।
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1486- وَعَن الْحسن بن مَالك بن الْحُوَيْرِث عَن أَبِيه عَن جده رَضِي الله عَنهُ قَالَ صعد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمِنْبَر فَلَمَّا رقي عتبَة
قَالَ آمين ثمَّ رقي أُخْرَى فَقَالَ آمين ثمَّ رقي عتبَة ثَالِثَة فَقَالَ آمين ثمَّ قَالَ أَتَانِي جِبْرِيل عَلَيْهِ السَّلَام فَقَالَ يَا مُحَمَّد من أدْرك رَمَضَان فَلم يغْفر لَهُ فَأَبْعَده الله فَقلت آمين قَالَ وَمن أدْرك وَالِديهِ أَو أَحدهمَا فَدخل النَّار فَأَبْعَده الله فَقلت آمين
قَالَ وَمن ذكرت عِنْده فَلم يصل عَلَيْك فَأَبْعَده الله فَقلت آمين
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
قَالَ آمين ثمَّ رقي أُخْرَى فَقَالَ آمين ثمَّ رقي عتبَة ثَالِثَة فَقَالَ آمين ثمَّ قَالَ أَتَانِي جِبْرِيل عَلَيْهِ السَّلَام فَقَالَ يَا مُحَمَّد من أدْرك رَمَضَان فَلم يغْفر لَهُ فَأَبْعَده الله فَقلت آمين قَالَ وَمن أدْرك وَالِديهِ أَو أَحدهمَا فَدخل النَّار فَأَبْعَده الله فَقلت آمين
قَالَ وَمن ذكرت عِنْده فَلم يصل عَلَيْك فَأَبْعَده الله فَقلت آمين
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه