আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৪৭২
অধ্যায়ঃ রোযা
অধ্যায়: রোযা
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
১৪৭২. মু'য়ায় ইব্ন আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি রমযান মাস ছাড়া অন্য সময়ে একদিন আল্লাহর রাহে রোযা রাখল, তাকে জাহান্নাম থেকে একটি হালকাদেহী ও দ্রুতগামী অশ্বের একশ' বছরের পথ অতিক্রমের দূরত্বে সরিয়ে নেয়া হবে।
(হাদীসটি আবু ইয়ালা যবান ইব্ন ফাইদ সূত্রে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আবু ইয়ালা যবান ইব্ন ফাইদ সূত্রে বর্ণনা করেছেন।)
كتاب الصَّوْم
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
1472- وَعَن معَاذ بن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صَامَ يَوْمًا فِي سَبِيل الله فِي غير رَمَضَان بعد من النَّار مائَة عَام سير الْمُضمر الْجواد
رَوَاهُ أَبُو يعلى من طَرِيق زبان بن فائد
رَوَاهُ أَبُو يعلى من طَرِيق زبان بن فائد