আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৪০৬
খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
ভীতি প্রদর্শন
১৪০৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সা. বলেছেন: মহান আল্লাহ এক গ্লাস রুটি, এক মুঠো খেজুর এবং অনুরূপ অন্য কোন বস্তু, যা দ্বারা কোন মিসকীন উপকৃত হতে পারে, এর বিনিময়ে তিন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। এর নির্দেশদাতা, ব্যবস্থাপনাকারী এবং ঐ চাকর যে এগুলো মিসকীনের হাতে উঠিয়ে দেয়। তারপর রাসূলুল্লাহ্ বললেন: সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের চাকর- নোকরদেরকেও ভুলে থাকেন নি।
(তাবারানী তাঁর 'আওসাতে' ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটি পূর্বেও বর্ণিত হয়েছে।)
(তাবারানী তাঁর 'আওসাতে' ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটি পূর্বেও বর্ণিত হয়েছে।)
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1406- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله عز وَجل ليدْخل بلقمة الْخبز وقبصة التَّمْر وَمثله مِمَّا ينفع الْمِسْكِين ثَلَاثَة الْجنَّة الْآمِر بِهِ وَالزَّوْجَة الْمصلحَة لَهُ وَالْخَادِم الَّذِي يناول الْمِسْكِين
وَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْحَمد لله الَّذِي لم ينس خدمنا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْحَاكِم وَتقدم
وَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْحَمد لله الَّذِي لم ينس خدمنا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْحَاكِم وَتقدم
