আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৪০৪
খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
ভীতি প্রদর্শন
১৪০৪. হযরত জাবির (রা) সূত্রে রাসূলুল্লাহ্ সা. থেকে বর্ণিত যে, তিনি বলেছেন: আল্লাহর রহমত যে সব ব্যাপার অবশ্যম্ভাবী করে তোলে, সেগুলোর একটি হচ্ছে দরিদ্র মুসলিমকে আহার্য দ্বারা আপ্যায়িত করা।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন। বায়হাকীও এটি মুত্তাসিল ও মুরসাল উভয় পদ্ধতিতে রিওয়ায়াত করেছেন। তবে তাঁর বর্ণনাটি নিম্নরূপঃ মাগফিরাতকে যেসব ব্যাপার অবশ্যম্ভাবী করে তোলে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে ক্ষুধার্ত মুসলমানকে আহার্য দ্বারা আপ্যায়িত করা।
বায়হাকী বলেন, আবদুল ওয়াহহাব বলেছেন: السغبان শব্দটির অর্থ হল ক্ষুধার্ত। আবুশ শায়খও হাদীসটি 'কিতাবুস সওয়াবে' বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাটি হচ্ছে: জান্নাতকে অবশান্তাবী করে তোলে যে সব কার্য, তার মধ্যে একটি হচ্ছে ক্ষুধার্ত মুসলমানকে আহার্য দ্বারা আপ্যায়িত করা।)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন। বায়হাকীও এটি মুত্তাসিল ও মুরসাল উভয় পদ্ধতিতে রিওয়ায়াত করেছেন। তবে তাঁর বর্ণনাটি নিম্নরূপঃ মাগফিরাতকে যেসব ব্যাপার অবশ্যম্ভাবী করে তোলে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে ক্ষুধার্ত মুসলমানকে আহার্য দ্বারা আপ্যায়িত করা।
বায়হাকী বলেন, আবদুল ওয়াহহাব বলেছেন: السغبان শব্দটির অর্থ হল ক্ষুধার্ত। আবুশ শায়খও হাদীসটি 'কিতাবুস সওয়াবে' বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাটি হচ্ছে: জান্নাতকে অবশান্তাবী করে তোলে যে সব কার্য, তার মধ্যে একটি হচ্ছে ক্ষুধার্ত মুসলমানকে আহার্য দ্বারা আপ্যায়িত করা।)
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1404- وَعَن جَابر رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من مُوجبَات الرَّحْمَة إطْعَام الْمُسلم الْمِسْكِين
رَوَاهُ الْحَاكِم وَصَححهُ وَالْبَيْهَقِيّ مُتَّصِلا ومرسلا من طَرِيقه أَيْضا إِلَّا أَنه قَالَ إِن من مُوجبَات الْمَغْفِرَة إطْعَام الْمُسلم السغبان وَقَالَ قَالَ عبد الْوَهَّاب يَعْنِي الجائع
وَرَوَاهُ أَبُو الشَّيْخ فِي كتاب الثَّوَاب إِلَّا أَنه قَالَ إِن من مُوجبَات الْجنَّة إطْعَام الْمُسلم السغبان
رَوَاهُ الْحَاكِم وَصَححهُ وَالْبَيْهَقِيّ مُتَّصِلا ومرسلا من طَرِيقه أَيْضا إِلَّا أَنه قَالَ إِن من مُوجبَات الْمَغْفِرَة إطْعَام الْمُسلم السغبان وَقَالَ قَالَ عبد الْوَهَّاب يَعْنِي الجائع
وَرَوَاهُ أَبُو الشَّيْخ فِي كتاب الثَّوَاب إِلَّا أَنه قَالَ إِن من مُوجبَات الْجنَّة إطْعَام الْمُسلم السغبان
