আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৪০১
খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
ভীতি প্রদর্শন
১৪০১. হামযা ইবুন সুহায়ব তাঁর পিতা হযরত সুহায়ব (রা) থেকে বর্ণনা করেন যে, হযরত উমর (রা) একবার সুহায়বকে বলেছিলেন, তোমার মধ্যে আহার্য অপচয়ের অভ্যাস দেখছি। উত্তরে সুহায়ব বললেন, আমি রাসূলুল্লাহ সা.-কে একথা বলতে শুনেছি যে, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই, যে আহার্য দ্বারা লোককে আপ্যায়িত করে।
(হাদীসটি আবুশ শায়খ ইবন হিব্বান 'কিতাবুস সওয়াবে' বর্ণনা করেছেন এবং তাঁর সনদে আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন আকীল সম্পর্কে এ পর্যন্ত আমি কিছু জানি না।)
(হাদীসটি আবুশ শায়খ ইবন হিব্বান 'কিতাবুস সওয়াবে' বর্ণনা করেছেন এবং তাঁর সনদে আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন আকীল সম্পর্কে এ পর্যন্ত আমি কিছু জানি না।)
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1401- وَعَن حَمْزَة بن صُهَيْب عَن أَبِيه رَضِي الله عَنهُ قَالَ قَالَ عمر لِصُهَيْب فِيك سرف فِي الطَّعَام فَقَالَ إِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول خياركم من أطْعم الطَّعَام
رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب وَفِي إِسْنَاده عبد الله بن مُحَمَّد بن عقيل وَمن لَا يحضرني الْآن حَاله
رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب وَفِي إِسْنَاده عبد الله بن مُحَمَّد بن عقيل وَمن لَا يحضرني الْآن حَاله
