আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩৯১
স্বামী অনুমতি দিলে তার সম্পদ থেকে স্ত্রীর সাদ্কা করার প্রতি উৎসাহ দান এবং অনুমতি না থাকা অবস্থায় এ দানের ব্যাপারে সতর্কবাণী
১৩৯১. আবু দাউদের অপর এক বর্ণনায় রয়েছে যে, হযরত আবু হুরায়রা (রা)-কে স্ত্রীলোক সম্পর্কে প্রশ্ন করাহয়েছিল যে, সে কি স্বামীর ঘর থেকে সাদ্কা করতে পারবে? তিনি বললেন, না, নিজের আহার্য ও খাদ্য সামগ্রী থেকে। আর এর সওয়াব উভয়ের মধ্যে বন্টিত হবে। কোন মহিলার জন্য স্বামীর সম্পদ থেকে তার অনুমতি ব্যতীত সাদকা করা বৈধ নয়।
রযীন আবদারী তাঁর 'জামি' গ্রন্থে এই অংশটি অতিরিক্ত বর্ণনা করেছেন। যদি স্বামী অনুমতি দেয় তবে সওয়াব উভয়ের জন্য হবে। আর যদি স্বামীর অনুমতি ব্যতীত সে দান করে থাকে, তবে সওয়াব হবে স্বামীর আর গুনাহ হবে স্ত্রীর।
রযীন আবদারী তাঁর 'জামি' গ্রন্থে এই অংশটি অতিরিক্ত বর্ণনা করেছেন। যদি স্বামী অনুমতি দেয় তবে সওয়াব উভয়ের জন্য হবে। আর যদি স্বামীর অনুমতি ব্যতীত সে দান করে থাকে, তবে সওয়াব হবে স্বামীর আর গুনাহ হবে স্ত্রীর।
ترغيب الْمَرْأَة فِي الصَّدَقَة من مَال زَوجهَا إِذا أذن وترهيبها مِنْهَا مَا لم يَأْذَن
1391- وَفِي رِوَايَة لابي دَاوُد أَن أَبَا هُرَيْرَة رَضِي الله عَنهُ سُئِلَ عَن الْمَرْأَة هَل تَتَصَدَّق من بَيت زَوجهَا قَالَ لَا إِلَّا من قوتها وَالْأَجْر بَينهمَا وَلَا يحل لَهَا أَن تَتَصَدَّق من مَال زَوجهَا إِلَّا بِإِذْنِهِ
زَاد رزين الْعَبدَرِي فِي جَامعه فَإِن أذن لَهَا فالأجر بَينهمَا فَإِن فعلت بِغَيْر إِذْنه فالأجر لَهُ وَالْإِثْم عَلَيْهَا
زَاد رزين الْعَبدَرِي فِي جَامعه فَإِن أذن لَهَا فالأجر بَينهمَا فَإِن فعلت بِغَيْر إِذْنه فالأجر لَهُ وَالْإِثْم عَلَيْهَا
