আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩৭১
কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৭১. হযরত বিলাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) আমাকে লক্ষ্য করে বললেনঃ হে বিলাল। কম্পর্দকহীন অবস্থায় মৃত্যুবরণ করো, বিত্তবান অবস্থায় মৃত্যুবরণ করো না। আমি বললাম, এটা আমার জন্য কিভাবে হতে পারে? তিনি বললেন, তোমাকে যা প্রদান করা হবে, তা সঞ্চিত রাখবে না। আর যখন তোমার কাছে কিছু যাঞ্চা করা হবে, তখন দান থেকে বিরত থাকবে না। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! এটা আমার জন্য কি করে সম্ভব? তিনি বললেন, তাই করবে, অন্যথায় জাহান্নাম অবধারিত।
(হাদীসটি তাবারানী 'কবীর'-এ বর্ণনা করেছেন। ইব্‌ন হিব্বানের 'কিতাবুস সওয়াবে' এটি বর্ণনা করেন। হাকিমও এটিকে 'সহীহ্' সনদের হাদীস বলে রিওয়ায়াত করেছেন তাঁর বর্ণনাটি নিম্নরূপ : "তুমি কম্পর্দকহীন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাত করো, বিত্তবান অবস্থা তাঁর সাথে সাক্ষাত করবে না।" বাকী অংশ উপরে বর্ণিত হাদীসের অনুরূপ।)
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1371 - وَعَن بِلَال رَضِي الله عَنهُ قَالَ قَالَ لي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا بِلَال مت فَقِيرا وَلَا تمت غَنِيا
قلت وَكَيف لي بذلك قَالَ مَا رزقت فَلَا تخبأ وَمَا سُئِلت فَلَا تمنع فَقلت يَا رَسُول الله وَكَيف لي بذلك قَالَ هُوَ ذَاك أَو النَّار

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَأَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَعِنْده قَالَ لي الق الله فَقِيرا وَلَا تلقه غَنِيا
وَالْبَاقِي بِنَحْوِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩৭১ | মুসলিম বাংলা