আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩৬৮
কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৬৮. উক্ত হযরত ইব্‌ন মাসউদ (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) একদা বিলালের নিকট গেলেন, তখন তাঁর কাছে খেজুরের একটি স্তূপ ছিল। তিনি বললেনঃ হে বিলাল! এটি কি? বিলাল বললেন,এটি আপনার মেহমানদের জন্য সঞ্চয় করে রেখেছি। তিনি বললেন, তুমি কি ভয় কর না যে, জাহান্নামের আগুনে তোমার জন্য ধোঁয়া হবে? হে বিলাল! তুমি খরচ করে ফেল এবং আরশের মালিক থেকে ঘাটতির আশংকা করো না।
(হাদীসটি বাযযার হাসান সনদে বর্ণনা করেছেন। তাবারানীও 'কবীর' গ্রন্থে এটি বর্ণনা করেছেন। তাবারানীর বর্ণনায় বলা হয়েছে, "তুমি কি ভয় কর না যে, জাহান্নামের আগুনে এর জন্য বাষ্প তৈরি হবে?")
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1368 - وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ دخل النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم على بِلَال وَعِنْده صَبر من تمر فَقَالَ مَا هَذَا يَا بِلَال قَالَ أعد ذَلِك لأضيافك
قَالَ أما تخشى أَن يكون لَك دُخان فِي نَار
جَهَنَّم أنْفق يَا بِلَال وَلَا تخش من ذِي الْعَرْش إقلالا

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَقَالَ أما تخشى أَن يفور لَهُ بخار فِي نَار جَهَنَّم