আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩৫৮
অধ্যায়ঃ সদকা
অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৫৮. হযরত আস'আদ ইব্ন যুরারা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ যে ব্যক্তি একথা পসন্দ করে যে, আল্লাহ্ তাকে আপন ছায়ায় আশ্রয় দিন, যেদিন তাঁর ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না, সে যেন অসচ্ছল ব্যক্তির সাথে কোমল আচরণ করে অথবা তাকে দায়মুক্ত করে দেয়।
(হাদীসটি তাবারানী 'কবীর'-এ বর্ণনা করেছেন। এর সমর্থনে আরও অনেক হাদীস রয়েছে।)
(হাদীসটি তাবারানী 'কবীর'-এ বর্ণনা করেছেন। এর সমর্থনে আরও অনেক হাদীস রয়েছে।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1358 - وَرُوِيَ عَن أسعد بن زُرَارَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من سره أَن يظله الله فِي ظله يَوْم لَا ظلّ إِلَّا ظله فلييسر على مُعسر أَو ليضع عَنهُ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَله شَوَاهِد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَله شَوَاهِد