আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩০৫
অধ্যায়ঃ সদকা
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১৩০৫. হযরত আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: তোমরা সাদকা নিয়ে তাড়াতাড়ি ছুটে চল, কেননা বিপদ-মুসীবত সাদৃকাকে ভেদ করে আসতে পারে না।
(হাদীসটি ইমাম বায়হাকী মারফু' ও মাওকুফ উভয় পদ্ধতিতেই হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেছেন। সম্ভবত মাওকূফ পদ্ধতিটিই বিশুদ্ধতর।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1305 - وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم باكروا بِالصَّدَقَةِ فَإِن الْبلَاء لَا يتخطى الصَّدَقَة

رَوَاهُ الْبَيْهَقِيّ مَرْفُوعا وموقوفا على أنس وَلَعَلَّه أشبه
tahqiqতাহকীক:তাহকীক চলমান