আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২৭৪
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১২৭৪. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: মহান আল্লাহ্ এক গ্রাস পরিমাণ রুটি, এক চিমটি খেজুর এবং অনুরূপ অন্য কিছু, যদ্বারা কোন মিসকীন উপকৃত হয়, এর বিনিময়ে তিন ব্যক্তিকে জান্নাতে দাখিল করবেন। বাড়ির মালিক যে এই দানের আদেশদাতা, তার স্ত্রী যে-এর ব্যবস্থাপনা করে এবং ঐ চাকর যে মিসকীনের হাতে এগুলো উঠিয়ে দেয়। তারপর রাসূলুল্লাহ্ বললেনঃ সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের চাকর-নফরদের কথাও ভুলে থাকেননি।
(হাদীসটি হাকিম ও তাবারানী 'আওসাত' গ্রন্থে বর্ণনা করেছেন। হাদীস-এর পাঠ তাবারানীর। তাবারানী বণিত পূর্ণ হাদীসটি ইনশা আল্লাহ্ সামনে আসবে।)
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1274 - وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله عز وَجل ليدْخل باللقمة الْخبز وقبضة التَّمْر وَمثله مِمَّا ينْتَفع بِهِ الْمِسْكِين ثَلَاثَة الْجنَّة رب الْبَيْت الْآمِر بِهِ وَالزَّوْجَة تصلحه وَالْخَادِم الَّذِي يناول الْمِسْكِين فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْحَمد لله الَّذِي لم ينس خدمنا

رَوَاهُ الْحَاكِم وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَاللَّفْظ لَهُ فِي حَدِيث يَأْتِي بِتَمَامِهِ إِن شَاءَ الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২৭৪ | মুসলিম বাংলা