আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১২৪৯
অধ্যায়ঃ সদকা
দাতার অসন্তুষ্ট চিত্তের দান গ্রহণের প্রতি ভীতি প্রদর্শন
১২৪৯. মুসলিম শরীফের এক বর্ণনায় আছে যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ আমি সম্পদের রক্ষক। সন্তুষ্টচিত্তে আমি যাকে দান করি, তা তার জন্য বরকতপূর্ণ হবে। আর যে ব্যক্তিকে চাওয়ার ও লোভের কারণে দান করি, তার অবস্থা ঐ ব্যক্তির মত, যে খায় অথচ তৃপ্তিবোধ করে না।
كتاب الصَّدقَات
التَّرْهِيب من أَخذ مَا دفع من غير طيب نفس الْمُعْطِي
1249 - وَفِي رِوَايَة لمُسلم قَالَ وَسمعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِنَّمَا أَنا خَازِن فَمن أَعْطيته عَن طيب نفس فمبارك لَهُ فِيهِ وَمن أَعْطيته عَن مَسْأَلَة وشره نفس كَانَ كَالَّذي يَأْكُل وَلَا يشْبع