আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২৩৮
ভিক্ষাবৃত্তির প্রতি ভীতি প্রদর্শন, ধনী ব্যক্তির ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয়া হারাম হওয়া, লোভ-লালসার নিন্দা এবং লোভ-লালসা থেকে পবিত্র থাকা, অল্পে তুষ্টি এবং নিজ হাতে উপার্জিত বস্তু খাওয়ার প্রতি অনুপ্রেরণা
১২৩৮. হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী-এর কাছে এসে বলল: ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে পরিপূর্ণ উপদেশ দিন। নবী বললেন: অন্যের সম্পদে তোমার নিরাশ থাকা উচিত এবং লোভ-লালসা থেকে বিরত থাক, কেননা তা উপস্থিত দরিদ্রতা। যে বিষয়ে তোমার কাছে কৈফিয়ত তলব করা হবে, তা থেকে বিরত থাক।
(হাকিম এবং বায়হাকী 'যুহদ' অধ্যায়ে নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন। হাকিম বলেন: হাদীসটি সহীহ সনদে বর্ণিত।)
التَّرْهِيب من الْمَسْأَلَة وتحريمها مَعَ الْغنى وَمَا جَاءَ فِي ذمّ الطمع وَالتَّرْغِيب فِي التعفف والقناعة وَالْأكل من كسب يَده
1238 - وَعَن سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ قَالَ أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رجل فَقَالَ يَا رَسُول الله أوصني وأوجز فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عَلَيْك بالإياس مِمَّا فِي أَيدي النَّاس وَإِيَّاك
والطمع فَإِنَّهُ فقر حَاضر وَإِيَّاك وَمَا يعْتَذر مِنْهُ

رَوَاهُ الْحَاكِم وَالْبَيْهَقِيّ فِي كتاب الزّهْد وَاللَّفْظ لَهُ وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد كَذَا قَالَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২৩৮ | মুসলিম বাংলা