আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২২৬
ভিক্ষাবৃত্তির প্রতি ভীতি প্রদর্শন, ধনী ব্যক্তির ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয়া হারাম হওয়া, লোভ-লালসার নিন্দা এবং লোভ-লালসা থেকে পবিত্র থাকা, অল্পে তুষ্টি এবং নিজ হাতে উপার্জিত বস্তু খাওয়ার প্রতি অনুপ্রেরণা
১২২৬. হযরত মালিক ইবন নাযলা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: হাত তিন প্রকার। তা হল : ১. আল্লাহ তা'আলার হাত সবার উপরে, ২. এরপর দানকারীর হাত, যা আল্লাহর হাতের সাথে মিলে থাকে এবং ৩. সর্বনিম্ন হাত হ'ল ভিক্ষুকের হাত। কাজেই তোমরা তোমাদের উদ্বৃত্ত সম্পদ দান কর এবং নিজকে নফসের দাবির কাছে সমর্পণ করো না।
(আবু দাউদ ও ইবন হিব্বান তাঁর সহীহ গ্রন্থে নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন।)
التَّرْهِيب من الْمَسْأَلَة وتحريمها مَعَ الْغنى وَمَا جَاءَ فِي ذمّ الطمع وَالتَّرْغِيب فِي التعفف والقناعة وَالْأكل من كسب يَده
1226 - وَعَن مَالك بن نَضْلَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْأَيْدِي ثَلَاثَة فيد الله الْعليا وَيَد الْمُعْطِي الَّتِي تَلِيهَا وَيَد السَّائِل السُّفْلى فأعط الْفضل وَلَا تعجز عَن نَفسك

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২২৬ | মুসলিম বাংলা