আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৯৭
ভিক্ষাবৃত্তির প্রতি ভীতি প্রদর্শন, ধনী ব্যক্তির ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয়া হারাম হওয়া, লোভ-লালসার নিন্দা এবং লোভ-লালসা থেকে পবিত্র থাকা, অল্পে তুষ্টি এবং নিজ হাতে উপার্জিত বস্তু খাওয়ার প্রতি অনুপ্রেরণা
১১৯৭. হযরত আয়িয ইবন আমর (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি নবী (সা) এর কাছে প্রার্থনা করলে তিনি তাকে দান করেন। যখন সে দরজা ছেড়ে যাচ্ছিল, তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন: তারা যদি জানত ভিক্ষাবৃত্তিতে কী (অপকারিতা) রয়েছে, তা হলে তারা একে অপরের কাছে ভিক্ষার হাত সম্প্রসারিত করত না।
(নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। তাবারানীর 'কাবীর' গ্রন্থে কাবুস সূত্রে ইকরামা.....হযরত ইবন আব্বাস (রা) থেকে হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: ভিক্ষুক যদি জানত ভিক্ষাবৃত্তিতে কী (অপকারিতা) রয়েছে, তাহলে সে ভিক্ষা করত না)
التَّرْهِيب من الْمَسْأَلَة وتحريمها مَعَ الْغنى وَمَا جَاءَ فِي ذمّ الطمع وَالتَّرْغِيب فِي التعفف والقناعة وَالْأكل من كسب يَده
1197 - وَعَن عَائِذ بن عَمْرو رَضِي الله عَنهُ أَن رجلا أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يسْأَله فَأعْطَاهُ فَلَمَّا وضع رجله على أُسْكُفَّة الْبَاب
قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَو يعلمُونَ مَا فِي الْمَسْأَلَة مَا مَشى أحد إِلَى أحد يسْأَله

رَوَاهُ النَّسَائِيّ
وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من طَرِيق قَابُوس عَن عِكْرِمَة عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا
قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَو يعلم صَاحب الْمَسْأَلَة مَا لَهُ فِيهَا لم يسْأَل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১৯৭ | মুসলিম বাংলা